নিজের বই নিজেই কিনলাম-সাহাদত পারভেজ

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

নিজের বই নিজেই কিনলাম-সাহাদত পারভেজ

নিজের বই নিজেই কিনলাম-সাহাদত পারভেজ

২০১৬ সালে আমি আমার স্কুল নিয়ে একটি বইটি লিখেছিলাম। বইটির নাম ‘একটি বিদ্যালয় বৃত্তান্ত’। বইটি প্রকাশ করেছিল অ্যাডর্ন পাবলিকেশন। গতকাল রাতে খুঁজতে গিয়ে দেখি সেলফে বইটি নাই। আজ বিকেলে অ্যাডর্নে গিয়ে দুটো বই সংগ্রহ করি।

আমি যেই স্কুলে পড়েছি তার নাম ‘ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয়’। আজ থেকে ৮৮ বছর আগে ১৯৩৭ সালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুলটি। নদীবেষ্টিত একটি গহীন অঞ্চলে কেমন করে স্কুলটির গোড়াপত্তন ঘটেছিল তারই ইতিহাস লেখার চেষ্টা করেছি।

নিজের স্কুল নিয়ে আমাদের দেশে আর কেউ গবেষণাধর্মী বই লিখেছেন বলে জানা নেই। আপনাদের জানা থাকলে আমাকে জানাতে পারেন।

প্রসঙ্গত,
সাহাদাত পারভেজ

Shahadat Parvez- খ্যাতিমান আলোকচিত্রী, আলোকচিত্রকলার শিক্ষক ও পরামর্শক। জন্ম ১৯৭৭ সালের ৮ অক্টোবর, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। কিশোর বয়স থেকেই লেখালেখির শুরু। এই সময় ছবি তোলার নেশাও পেয়ে বসে। একসময় মনে হয়, আলোকচিত্রই উপযুক্ত পেশা। পাঠশালাÑদ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি থেকে ফটোসাংবাদিকতা বিষয়ে পড়াশোনা। প্রথম আলোর জ্যেষ্ঠ চিত্রসাংবাদিক। পেয়েছেন আশাহি সিম্বুন স্বর্ণপদক, এশিয়া প্রেস ফটো স্বর্ণপদক, এশিয়া প্যাসিফিক কালচারাল সেন্টার ফর ইউনেসকো পদকসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার। কবিতার বই যে ছবি দিয়ে আঁকা প্রকাশিত হয় ১৯৯৫ সালে, কলেজে পড়ার সময়। ২০১২ সালে প্রকাশিত হয় ফটো অ্যালবাম শতবর্ষের পথিক। ২০১৫ সালে প্রকাশিত হয় গবেষণধর্মী গ্রন্থ শেকড়ের খোঁজে।

 

https://www.rokomari.com/book/author/7231/sahadat-parvej

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল