নিম্নমানের কাজ, দেবে গেল সেতুর সংযোগ সড়ক

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

নিম্নমানের কাজ, দেবে গেল সেতুর সংযোগ সড়ক

জামালপুরের ইসলামপুর উপজেলার ডেবরাইপ্যাচ ব্রিজের সংযোগ সড়ক দেবে গেছে। এতে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়রা। পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায় পথচারীদের ভোগান্তির চিত্র।

উপস্থিত রফিকুল ইসলাম বলেন, ‘ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়কটি দেবে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।  উপজেলা সদরের সঙ্গে বিকল্প রাস্তা না থাকায় আমরা যাতায়াত করতে পারছি না।’

চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ওই এলাকার লোকজনের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। ব্রিজের সংযোগ সেতু দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যার পর ব্রিজটির সংযোগ সড়ক মেরামতে উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় কাজ নিম্নমানের হয়েছে। এজন্যই একটি বৃষ্টিতেই দেবে গেল।

উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ শাহী জানান, ওই ব্রিজের সংযোগ সড়ক মেরামত কিভাবে করা হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

সিলেটের দিনকাল ডেস্ক 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল