২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
স্পোর্টস ডেস্ক:
একমাত্র টেস্ট খেলতে দ্বিতীয় দফায় নিরাপদে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা করেন মুমিনুল হকরা। কাতারের দোহা হয়ে বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছেছেন তারা। দলের সঙ্গে যাওয়া জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, নিরাপদেই ইসলামাবাদ পৌঁছেছেন তারা। থাকবেন সেখানকার ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে। এখান থেকে গাড়িতে করে ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে যেতে সময় লাগবে ৪৫ মিনিট।
ঢাকা থেকে উড়াল দেয়ার পর দোহায় যাত্রাবিরতি নেন মুমিনুলরা। পরে সেখান থেকে বিমানযোগে ইসলামাবাদ পৌঁছেছেন তারা। দীর্ঘযাত্রার ধকল কাটাতে এদিন অনুশীলন করবেন সফরকারীরা। তবে বৃহস্পতিবার পুরোদমে প্র্যাকটিস করবেন তারা। ওই দিন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবে বাংলাদেশ দল। বিষয়টি দাবি করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। তবে এ নিয়ে এখনই কিছু বলেননি হাবিবুল বাশার।
সবশেষ ১৭ বছর আগে পাকিস্তানে টেস্ট খেলেছে বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলে তারা। খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল করাচি, পেশোয়ার ও মুলতানে। মুলতানে জয়ের খুব কাছে চলে গিয়েছিলেন টাইগাররা। তবে বিতর্কিত আম্পায়ারিংয়ে স্বপ্নভঙ্গ হয় তাদের। শেষ পর্যন্ত রিক্ত হস্তে ফিরতে হয় বাংলাদেশকে।
এর আগে প্রথম দফায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল মাসের শেষ দিকে পাকিস্তান গিয়েছিলেন মাহমুদউল্লাহরা। তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাবরদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফেরেন তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D