অর্থমন্ত্রীর দাবি ভিত্তিহীন
নির্ধারিত সময়েই হবে বিপিএল: বিসিবি পরিচালক

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>অর্থমন্ত্রীর দাবি ভিত্তিহীন</span> <br/> নির্ধারিত সময়েই হবে বিপিএল: বিসিবি পরিচালক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়ানো নিয়ে দিন দিন জটিলতা বাড়ছেই। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানান, এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সুযোগই নেই! কিন্তু একদিন পর আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বর্তমান অর্থমন্ত্রী মুস্তফা কামালের কথার পরিপ্রেক্ষিতে কথা বললেন বিসিবির পরিচালক শেখ সোহেল।

বোর্ড পরিচালক শেখ সোহেল বলেন, ‘নির্ধারিত সময়েই বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আয়োজন করা হবে। তিনি আরও বলেছেন, ‘আ হ ম মুস্তফা কামালের দাবি ভিত্তিহীন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সাধারণত শুরু হয় বছরের শেষের দিকে কিন্তু গত বছর সাধারণ নির্বাচনের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চলতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তাই সপ্তম আসরটি চলতি বছরের ৬ ডিসেম্বর থেকে শুরু হবে।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল