২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
কলকাতা এসএসকেএম হাসপাতলের কেবিন থেকে রাজ্যের মানুষকে ভিডিওবার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, আরো দু-তিন দিনের মধ্যে তিনি কাজে ফিরবেন। যদিও গলার আওয়াজে জোর ছিল না কিন্তু মনের জোর যে একটুও কমেনি তা বোঝা যায়। কারণ মমতা জানালেন, দরকার হলে তিনি হুইল চেয়ার নিয়েই নির্বাচনের প্রচারে ঝাঁপাবেন। এর আগে বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আহত হন মমতা। সেখান থেকে তাঁকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হয়। রাতে তাঁর পায়ে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে। তাঁর হাড়ে চোট লেগেছে। পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রা কম রয়েছে। মমতার চিকিৎসার জন্য নয় সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ বিকেলে সেই বোর্ড মিটিং করবেন এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবেন। মমতার চোট লাগার পরে দলের কর্মী-সমর্থকেরা চিন্তিত ছিলেন যে কিভাবে আসন্ন ভোটের প্রচার কাজ সামলানো হবে। বৃহস্পতিবার সেসব ভাবনারই জবাব দিলেন মমতা এবং চাঙ্গা করলেন দলের সদস্য সমর্থকদের। জানিয়ে দিলেন, দরকার হলে তিনি হুইল চেয়ার নিয়েই প্রচারে ঝাঁপাবেন। হাসপাতালের বেডে শুয়ে এক ভিডিওবার্তায় মমতা বলেছেন, যাঁরা আমার কর্মী-ভাইবোন আছেন, তাঁদের বলছি, গতকাল আমার খুব জোর চোট লেগেছিল। পায়ে চোট আছে। লিগামেন্টেও চোট লেগেছে। মাথায় এবং বুকে খুব ব্যথাও হয়েছে। খুব বড় চোট লেগেছে। গাড়ির পা-দানির ওপরে দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে, গাড়ির দরজাটা আমার পায়ের ওপর চেপে যায়। আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে কলকাতার দিকে রওনা হই। ডাক্তারদের চিকিৎসাতেই আছি। আমি অনুরোধ করব সকলের কাছে, শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। তিনি আরো বলেন, আশা করি আমি আবার দু’তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের সমস্যা থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং, কিছুই আমি নষ্ট করব না।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D