১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
আইপিএলের জন্য জুন মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুর দিকে খেলতে পারবেন না বেন স্টোকসসহ ইংল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটার।
জাতীয় দলের খেলা থাকাকালীন বেন স্টোকসদের আইপিএলে খেলার অনুমতি দেয়া ইংল্যান্ডের প্রধান কোচ সিলভারউড, প্রধান নির্বাহী টম হ্যারিসন, ক্রিকেট পরিচালক অ্যাশলে গিলস এবং প্রধান নির্বাচক এডওয়ার্ড টমাস স্মিথকে নির্বোধ বলেছেন ক্রিকেট থেকে অবসরে ভারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া জিওফ্রে বয়কট।
ইংল্যান্ডের অন্যতম সেরা এই ওপেনার বলেছেন, ক্রিকেটারদের বিশ্রাম দিতে গিয়ে ভারতের বিপক্ষে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপদের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া। ক্রিকেটারদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকা উচিত, তাদের আইপিএলে খেলার জন্য জাতীয় দলে নেয়া হয়নি। তারা আইপিএলে খেলতেই পারে কিন্তু জাতীয় দলের খেলা বাদ রেখে আইপিএল খেলা মেনে নেওয়া যায় না।
ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ২২টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ১১৪ রান করা ৮০ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, যেসব ক্রিকেটার ফিট থাকা সত্ত্বেও জাতীয় দলের হয়ে পুরো সিরিজে খেলতে চায় না, তাদের দলে রাখা উচিত নয়। শুধু তাই নয়, ফিট থাকার পর যদি কেউ আইপিএলের জন্য জাতীয় দলে খেলতে না চায় তাহলে তাদের টাকা কেটে নেওয়া উচিত।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D