নির্মাণ উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নির্মাণ উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

সিলেটের দিনকাল ডেস্ক:
নির্মাণ উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের আয়োজনে নগরীর বিভিন্ন জায়গায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং শীতের কম্বল বিতরণ করা হয়। নগরীর বিভিন্ন বস্তিতে গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের মানুষদের খোঁজ খবর নিয়ে সম বয়সের মানুষের হাতে তুলে দেয়া হয় শীতের কাপড় ও কম্বল। পরে রাতের আঁধারে নগরীর ক্রীন ব্রিজের নিচে চৌহাট্টা পয়েন্ট, আলিয়া মাদ্রাসার পাশের ফুটপাতে, শহ শহরের বিভিন্ন ফুটপাতে ঘুমিয়ে থাকা সম্বলহীন মানুষদের শীতের কাপড় পড়িয়ে দিয়ে হাতে তুলে দেয়া হয় শীতের কম্বল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাইটস মাসউদ, সিনিয়র সহ-সভাপতি দিবা খান, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মামুন মিয়া , ইসরাত জাহান, ক্রীড়া সম্পাদক মুহিবুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লুপি রানি বর্ধন, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ সাকাল আবেদিন, প্রচার সম্পাদক রমজান মিয়া জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তাশ্রী দেব প্রমুখ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য নাবিলা চৌধুরী, সারফিনা আক্তার, রবিউল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, নুসরাত জাহান জুঁই।