২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ পলিথিন আটকের জের ধরে পৌর শহরের গাজিটেকা চৌমুহনায় একই গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের মোট ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৩ রাউন্ড গুলিবর্ষণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে পৌর শহরের গাজিটেকা সংলগ্ন উত্তর চৌমুহনী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার প্রশাসন পৌর শহরের রেলওয়ে সংলগ্ন শাহজালাল মার্কেটসহ বিভিন্ন এলাকা থেকে ৯ লাখ টাকা মূল্যের প্রায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে।
পলিথিন উদ্ধারের এ ঘটনাকে কেন্দ্র করে শাহজালাল মার্কেটের স্বত্বাধিকারী ও পলিথিন ব্যবসার সিন্ডিকেট গ্রুপের প্রধান ব্যবসায়ী সাইদুল ইসলামের সমর্থকরা সন্দেহ করেন যে, প্রশাসনকে পলিথিনের তথ্য দিয়েছেন শামীম আহমদ।
এর জের ধরে শহরের চৌমুহনী এলাকার দেওয়ানশাহ মার্কেটের সামনে শামীম আহমদ (৪৫) নামের ঐ ব্যক্তিকে সাইদুল ইসলামের উপস্হিতিতে হামলা করে গুরুতর আহত করা হয়।
শামীম আহমদের উপর হামলার খবর পেয়ে তারই ভাই যুবলীগ নেতা জসিম উদ্দিনসহ স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হলে বেলা ১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে সাইদুল ইসলাম সমর্থকরা ৩ রাউন্ড গুলি ছুঁড়ে এবং যুবলীগ নেতা জসিম উদ্দিনের মাথায় আঘাত করে গুরুতর আহত করলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষনিক বড়লেখা সদর হাসপাতালে প্রেরণ করে।
সংঘর্ষে উভয় পক্ষে আরও আহতরা হলেন, স্থানীয় এলাকার বাসিন্দা আবুল কালাম কাজল (৫৫), তানভির আহমদ (২৫), রায়হান আহমদ (২০) ও হারুনুর রশিদ, আফসান আহমদ (২২), মিছবাহ (২৮), নুরুল ইসলাম (২৬), মান্না (২৩), শাহিন আহমদ (২৮), আবুল হোসেন (২৫)
উভয় পক্ষের আহতদের ৭ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সাথে সাথে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এছাড়া এ সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ উপস্থিত হয়ে উভয় পক্ষকে মধ্যস্থতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘গত বুধবার কয়েকজন পলিথিন ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। এই ব্যবসায়ীরা একে অপরকে দোষারোপ করছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। পুলিশকে তথ্য দেওয়াকে কেন্দ্র করে সকালে গাজিটেকা গ্রামে একপক্ষ একজনকে আহত করে। এ খবরে গ্রামের দুটি পক্ষ বেলা ১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এছাড়া ওই গ্রামের মধ্যে পূর্বে থেকে মনোমালিন্য চলছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D