নুনছড়া খালের উপর ব্রীজ নির্মাণের অনুমোদন_এমপি মজুমদারকে এলাকাবাসীর অভিনন্দন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

নুনছড়া খালের উপর ব্রীজ নির্মাণের অনুমোদন_এমপি মজুমদারকে এলাকাবাসীর অভিনন্দন

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট জেলাধীন কানাইঘাট উপজেলার ১নং ইউনিয়ন অতি জনগুরুত্বপূর্ণ রাস্তা সুরইঘাট জিসি-লোভাছড়া আটগ্রাম জিসি রাস্তার নুনছড়া খালের উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ শফিকুল ইসলাম এর স্বাক্ষরিত একটি পত্রে সুরইঘাট জিসি-লোভাছড়া আটগ্রাম জিসি রাস্তার নুনছড়া খালের উপর ৩,৮৯,০৭,৮২৬/- টাকা ব্যয়ে এ ব্রীজ নির্মাণের অনুমতি সহ প্রাক্ষলণ অনুমোদন করেন।

জানা যায় সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১নং ইউনিয়নের সুরইঘাট জিসি-লোভাছড়া আটগ্রাম জিসি রাস্তার নুনছড়া খালের উপর ব্রীজ নির্মাণ ছিল জনগুরুত্বপূর্ণ। ব্রীজ নির্মাণ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। নুনছড়া খালের উপর ব্রীজ নির্মাণ অনুমোদন হওয়ায় সিলেট-৫ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার ও সিলেট জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল