নেইমারের পর করোনায় আক্রান্ত পিএসজির আরও ৩ খেলোয়াড়

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

নেইমারের পর করোনায় আক্রান্ত পিএসজির আরও ৩ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক :

ইউরোপে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় শুরু হয়েছে ফুটবল। ইতিমধ্যে নির্বিঘ্নে শেষ হয়েছে লা লিগা, বুন্দেস লিগা, সিরিআ, চ্যাম্পিয়নস লিগ।

বায়ো বাবলে সুরক্ষিত থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব লিগ সম্পন্ন হলেও ইতিমধ্যে মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কজন খেলোয়াড়। বিশেষ করে ফরাসি দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে ব্যাপক হানা দিয়েছে।

করোনায় আক্রান্ত হয়েছেন দলটির সেরা তিন তারকা নেইমার, আঞ্জেল ডি মারিয়া ও লিয়েনদ্রো পেরেদেস।

এবার জানা গেল তাদের পর করোনা আক্রান্তের দলে যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটির আরও তিন খেলোয়াড়।

ইএসপিএন ও স্কাই স্পোর্টসের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার এক টুইটবার্তায় নতুন করে তিনজন আক্রান্তের খবর নিশ্চিত করেছে পিএসজি।

সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সবশেষ টেস্টে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে নতুন আক্রান্ত খেলোয়াড়দের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি সেখানে।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হওয়া পিএসজিতে মোট করোনা আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

ইউরোপের সব সংবাদমাধ্যমের খবর, সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন নেইমাররা। মানসিকভাবে চাঙ্গা হতেই ইপজিয়ার সমুদ্রসৈকতে ছুটি কাটাতে যান নেইমার-ডি মারিয়ারা।

ইপজিয়া সমুদ্রসৈকতে যারা গেছেন, তাদের মধ্যে ছিলেন নেইমার, ডি মারিয়া ও পেরেদেস। অনেকেই বলছেন ছুটি কাটাতে গিয়েই করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন পিএসজির ফুটবলাররা।

করোনা আক্রান্ত এ তিন ফুটবলার এখন আইসোলেশনে।

এদিকে খেলোয়াড়দের করোনা আক্রান্তের খবরে দুশ্চিন্তায় পিএসজি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২০-২১ মৌসুমের লিগ ওয়ান। ১৩ সেপ্টেম্বর মার্সেইর বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। করোনা আক্রান্ত হওয়ার কারণে প্রথম দুই ম্যাচে নেইমারের খেলা অনিশ্চিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল