২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
খেলাধুলা : ফরাসি লিগ ওয়ানের সর্বশেষ ম্যাচেও গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যে গোলে তিনি ছুঁয়েছেন পিএসজির হয়ে ১০০তম গোলের মাইলফলক। কিন্তু পিএসজির এই গোলমেশিন গোল-খরায় ভুগছিলেন ইউরোপের মঞ্চে। অবশেষে সেই গোল-খরা কাটল কাল, ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে। এমবাপ্পের সেই গোলে বড় অবদান নেইমারের।নিজে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই সময়ে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমার পেনাল্টি না নিয়ে সেটি নিতে দেন এমবাপ্পেকে! সতীর্থের গোল-খরা যে কাটাতে হবে! নেইমারের এই উদ্যোগের প্রশংসা করেছেন পিএসজি কোচ টমাস টুখেল। ব্রাজিলিয়ান তারকাকে অনেক বড় মনের বলে উল্লেখ করেছেন তিনি।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘নেইমারের হৃদয় অনেক বড়। সেসব সময় তার সতীর্থদের কথা ভাবে। সে খুব ভালো করেই জানে একজন ফরোয়ার্ড বা কিলিয়ানের জন্য গোল করা কতটা গুরুত্বপূর্ণ।’ পেনাল্টি থেকে পাওয়া ওই গোলে ইউরোপের ফুটবলে ৯ ম্যাচের গোল-খরা কেটেছে ফরাসি স্ট্রাইকার এমবাপ্পের।নিজেদের মাঠে বাশাকশেহিরের বিপক্ষে পিএসজি যখন পেনাল্টিটি পায়, প্যারিসের দলটি নেইমারের জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে। এমন নয় যে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খুব বেশি হ্যাটট্রিক আছে নেইমারের। তবে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও তিনি সেটি সতীর্থের ভালোর কথা ভেবে বিসর্জন দিয়েছেন।বিষয়টি খুবই ভালো লেগেছে টুখেলের, ‘এটা অসাধারণ এক ব্যাপার। নিজে হ্যাটট্রিক করতে পারত, এমন একসময়ে সে বল অন্যের কাছে তুলে দিয়েছে। নেইমারের ক্যারিয়ারেও এক ম্যাচে তিন গোল পাওয়ার বিষয়টি সচরাচর নয়। এরপরও সে চ্যাম্পিয়নস লিগে কিলিয়ানের লম্বা গোল-খরা কাটানোর জন্য পেনাল্টি নিতে বল তার কাছে তুলে দিয়েছে।’পিএসজির ৫-১ গোলের জয়ে এমবাপ্পে অবশ্য এরপর আরও একটি গোল পেয়েছেন। আর নেইমারও পেয়েছেন হ্যাটট্রিক গোল। নেইমারের স্বার্থহীন আচরণ আর এমবাপ্পের গোলে ফেরা, এর সঙ্গে দলের বড় জয়—সব মিলিয়ে খুব খুশি পিএসজি কোচ টুখেল।পিএসজি-বাশাকশেহির ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল গত পরশু। ম্যাচটি ১৪ মিনিট হয়েও ছিল। কিন্তু এরপর চতুর্থ রেফারি বাশাকশেহিরের সহকারী কোচ ক্যামেরুনিয়ান পিয়ের ওয়েবোর উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করনে। রোমানিয়ান রেফারি বলেছিলেন, ‘ওই কালো লোকটা।’ রেফারির এই কথার জের ধরে মাঠ ছেড়ে চলে যায় বাশাকশেহিরের খেলোয়াড়েরা। প্রতিপক্ষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাঠ ছেড়েছিলেন নেইমার-এমবাপ্পেরাও।ম্যাচটি স্থগিত করে দিয়ে উয়েফা গতকাল আয়োজনের সিদ্ধান্ত নেয়। ম্যাচটির জন্য নিয়োজিত সব রেফারিকে পরিবর্তনও করা হয়েছে। বর্ণবাদের বিরুদ্ধে পিএসজি খেলোয়াড়দের এ অবস্থানে মুগ্ধ দলটির কোচ টুখেল, ‘তারা (পিএসজির খেলোয়াড়েরা) খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রতিপক্ষের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। ওদের অনেক সাহস। ড্রেসিংরুমে ওরা বুঝিয়ে দিয়েছে যে ওরা এমন প্রতিক্রিয়াই দেখাতে চেয়েছে।’টুখেল এর সঙ্গে যোগ করেন, ‘তারা (পিএসজির খেলোয়াড়েরা) প্রাপ্তবয়স্ক। তারা জানে যে কী করছে। আমি পুরো বিষয়টি তখন বুঝতে পারিনি। মাঠে (রেফারির বলা সেই) কথা আমি শুনতে পাইনি। কিন্তু ড্রেসিংরুমে আমরা সবকিছু পরিষ্কারভাবে জানতে পেরেছি। আমাদের এভাবে একাত্মতা প্রকাশ করাটা দরকার ছিল।’
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D