নেতা নয় ওয়ার্ডবাসীর খাদেম হিসেবে উন্নয়নের লক্ষে কাজ করছি : লিপন বকস

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩

নেতা নয় ওয়ার্ডবাসীর খাদেম হিসেবে উন্নয়নের লক্ষে কাজ করছি : লিপন বকস

নেতা নয় ওয়ার্ডবাসীর খাদেম হিসেবে উন্নয়নের লক্ষে কাজ করছি : লিপন বকস

অনলাইন ডেস্ক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন ঠেলাগাড়ী মার্কায় ভোট চেয়ে গণসংযোগ, মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। গতকাল নগরী দক্ষিণ সুরমার কদমতলী, টার্মিনাল, চাঁদনীঘাট, ঝালোপাড়া সহ বিভিন্ন এলাকায় ঠেলাগাড়ী মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যবসায়ী, সমাজকর্মী সহ অসংখ্য সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে ওয়ার্ডবাসীর উদ্যেশে কাউন্সিলর পদপ্রার্থী তৌফিক বকস লিপন বলেন,
নেতা বা নেতৃত্ব দেওয়ার লক্ষে নয়,
জনগণের খাদেম হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করাই আমার মুল লক্ষ ও উদ্দেশ্য।
বিগত দিনে ২৬নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। ওয়ার্ডের অসম্পন্ন উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আপনারা আমাকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে পুনঃরায় বিজয়ী করুন। আমি
ওয়ার্ডবাসীর সেবায় ছিলাম আছি আগামীতে থাকব ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল