নেতৃত্ব ছাড়তে চান সাকিব

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

নেতৃত্ব ছাড়তে চান সাকিব

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরেছে ২২৪ রানে। টেস্ট ক্রিকেটের নবীনতম দলের সাথে বাংলাদেশের এমন হারের পর আলোচনা-সমালোচনা এখন সবখানে। আফগানিস্তানের বিপক্ষে হারের পর সাকিব ঘোষণা দিয়েছিলেন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি। যদিও বিসিবি এখনও এ ব্যাপারে কিছু বলেনি।

সাকিব বর্তমানে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন। সাকিব মনে করছেন, নেতৃত্ব ছেড়ে দিলে তার ক্যারিয়ারের জন্যই সেটা ভালো হবে।

নেতৃত্ব নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয়, যদি আমি অধিনায়ক না থাকি তবে সেটাই ভালো হবে। আমার দিক থেকে দেখলে, এটা আমার ক্রিকেটের জন্য ভালো হবে। আর যদি আমাকে নেতৃত্ব দিতেই হয়, তবে অনেক কিছু নিয়েই আলোচনা করার আছে।’

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল