নৌকার বিজয় মানে গণমানুষের বিজয়-এড: নাছির উদ্দিন খান

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

নৌকার বিজয় মানে গণমানুষের বিজয়-এড: নাছির উদ্দিন খান

কানাইঘাট প্রতিনিধিঃ।  নৌকার বিজয় মানে গণমানুষের বিজয় ।ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয় করতে হবে। আজ সন্ধ্যায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্যেশে উপরোক্ত কথাগুলো বলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক মস্তাক আহমদ পলাশ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানা যায় কানাইঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোণীত প্রার্থী লুৎফুর রহমানের পক্ষে ভোট চাইতে আসেন এড. নাসির উদ্দিন খাঁন। জানা যায় শুরুতেই তিনি আল্লামা মুশাহিদ বায়মপুরী হুজুরের মাজার জিয়ারত করে দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটারদের নিয়ে একাধিক উঠান বৈঠক করেন এবং নৌকার পক্ষে ভোট চান। পরে সন্ধ্যায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করার জন্য নির্দেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল