২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
করোনার এই ক্রান্তিকালে নয়াসড়ক এলাকার ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে ক্রীড়া ও সামাজিক সংগঠন নয়াসড়ক ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার দুপুরে নগরীতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সামাজিক দূরত্ব বজায় ও উপহার গ্রহণকারীর পরিচয় গোপন রাখতে সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল ও সাধারন সম্পাদক রাইসুল ইসলাম সনির উপস্থিতিতে সংস্থার সদস্যরা প্রত্যেকের বাসায় বাসায় খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।
এসময় সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল বলেন, দেশের এই কঠিন সময়ে আমাদের সবাইকে যার যার সাধ্য অনুযায়ী গরীব ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। নয়াসড়ক ক্রীড়া সংস্থা অতীতেও যেকোনো বিপদ-আপদে সব সময়ই সাধ্য অনুযায়ী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সামান্য আয়োজন। ইনশাআল্লাহ আগামী রমজান মাস ও ঈদেও সংস্থার উদ্যোগে এধরনের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D