পবিত্র শবে মেরাজ রবিবার

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

পবিত্র শবে মেরাজ রবিবার

ডেস্ক রিপোর্ট:

পবিত্র লাইলাতুল মেরাজ আগামীকাল ২২ মার্চ (২৬ রজব)  দিবাগত রাতে পালিত হবে। আমাদের দেশে লাইলাতুল মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামীকাল ২২ মার্চ।

প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওতের ১১তম বছরে এই পবিত্র রজনিতেই দুনিয়ার শ্রেষ্ঠতম অলৌকিক ঘটনা ইসরা ও মিরাজ বা মেরাজ সংঘটিত হয়। বোরাক নামক বাহনে চড়ে নবীজির (সা.) মক্কা মোয়াজ্জমা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র কোরআনে ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপর তাঁর বায়তুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মেরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর রসুল (সা.) এই মেরাজ থেকে উম্মতে মোহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। মেরাজের সময়ে মহানবী (সা.) সৃষ্টি জগতের সবকিছুর রহস্য অবলোকন করেন। আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ ঊর্ধ্ব জগতে আরোহণ। প্রিয়নবী (সা.)-এর ঊর্ধ্বাকাশ ভ্রমণ ও মহান প্রভু আল্লাহতায়ালার দিদার লাভের পবিত্র এই দিনটিকে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরাও যথাযোগ্য মর্যাদায় পালন করেন। এদিন রাতে মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় সংগঠনে আলোচনা সভা, ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুসুল্লিরা ব্যক্তিগতভাবে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মাধ্যমে মেরাজ রজনি পালন করেন। এ উপলক্ষে অনেকে আজ নফল রোজাও রাখেন।

ফেসবুকে সিলেটের দিনকাল