পররাষ্ট্রমন্ত্রীর প্রতি চীন থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনার আহ্বান

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

পররাষ্ট্রমন্ত্রীর প্রতি চীন থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনার আহ্বান

সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ৪র্থ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংস্থাদ্বয় আয়োজিত জানুয়ারী ২০২০ খ্রীষ্টাব্দের কর্মসূচীতে উপস্থিতির জন্য ১০ জনকে উপস্থিতি স্মারক প্রদান করা হয়।

তন্মেধ্যে মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মোঃ মহিবুর রহমান মুহিব, সৈয়দ রাসেল, মোঃ রমজান আহমদ সাকিল, হুমায়ূন রশিদ চৌধুরীকে আন্তরিক স্মারক এবং দিপক কুমার মোদক বিলু, মোঃ আফজাল হোসেন, এস.এ.এন, রাহি, নুর মোহাম্মদ সাজু ও মোঃ শরীফ আহমদকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সভা থেকে করোনা ভাইরাস ২০১৯ আক্রান্ত চীন থেকে বাংলাদেশী অবশিষ্ট শিক্ষার্থীদের ফেরত আনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশী চীন দূতাবাসের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সভায় ওসমানী হাসপাতালের অনিয়ম, দুর্নীতি বন্ধে ও সর্বস্তরের নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে আগামী ২রা মার্চ সোমবার প্রধানমন্ত্রী, ২৩ ফেব্রুয়ারী রবিবার মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ১৬ ফেব্রুয়ারী রবিবার মাননীয় পরিচালক, দুর্নীতি দমন কমিশন কালে স্মারকলিপি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে হুমায়ূন রশিদ চৌধুরীর পরিচালনায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ রজব আলী দেওয়ান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক মোঃ আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি ও মহানগর কমিটির আহ্বায়ক মোঃ মুখলিছুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ মহিবুর রহমান মুহিব সিনিয়র সহ-অর্থ সম্পাদক মোঃ আলিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উল্লাহ, সিনিয়র সহ-ধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সমাজসেবা সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত গোলাম কিবরিয়া হিমু, সিনিয়র সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জামাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়ন্ত পাল, দপ্তর ও ত্রাণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযোষ মোদক, প্রতিবন্ধী সম্পাদক মোঃ শরীফ আহমদ, সহ-প্রতিবন্ধী সম্পাদক এম.এ.এন রাহী, সিলেট বিভাগের সচেতন যুব সমাজের পক্ষ থেকে মোঃ আফজল হোসাইন, হাফিজ রফিকুল ইসলাম ও সানোয়ার আহমদ। সাংগঠনিক ৪র্থ সভায় আগামী ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ৫ম সাংগঠনিক সভার উদ্যোগ গ্রহণ করা হয়।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল