২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক: দেশের জনগণকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছে। বিশ্বের যেকোনো দেশের তুলনায় সে দেশে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জো বাইডেন বলেছেন, জাতি হিসেবে আমরা এ ধরনের নিষ্ঠুর ভাগ্য মেনে নিতে পারি না। দুঃখ থামাতে আমাদের এটি প্রতিহত করতে হবে। নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানোর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং সেকেন্ড জেন্টলম্যান হোয়াইট হাউসের বাইরে কিছুক্ষণ নীরবতা পালন করেন। জো বাইডেন বলেছেন, আজকের দিনটি সব মার্কিনকে মনে রাখতে বলছি। আমরা যাদের হারিয়েছি তাদের স্মরণ করুন এবং আমরা যাদের হারিয়েছি তাদের মনে রাখবেন। করোনাভাইরাসের বিরুদ্ধে সব মার্কিনকে একযোগে লড়ার আহ্বান জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩০৭ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার পাঁচ শ ৯০ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি ৯১ লাখ ১৪ হাজার ১৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৯১ লাখ ৯৯ হাজার ৫৭৭ জন। দেশটিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে ১৬ হাজার ৫৮২ জনের অবস্থা গুরুতর। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি। বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটি ২২ লক্ষাধিক মানুষ। তার মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ৭৭ লাখ ৮৪ হাজারের বেশি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D