পাকিস্তানি ব্যাটসম্যানের ভুঁড়ি নিয়ে খোঁচা রমিজের

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

পাকিস্তানি ব্যাটসম্যানের ভুঁড়ি নিয়ে খোঁচা রমিজের

স্পোর্টস ডেস্কঃঃ

ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার শারজিল খান। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে খেলায় ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

পিএসএলে এক ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকান শারজিল। ৫৯ বলে ৫টি করে চার-ছক্কায় ৭৪ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। এর পৃষ্ঠে প্রশংসার বদলে সমালোচনার শিকার হলেন বিধ্বংসী ব্যাটার।

সেটি ফিটনেস নিয়ে। শারজিলের ভুঁড়ি নিয়ে খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সম্প্রতি তিনি বলেন, শারজিলের ফিটনেস বাড়ানো উচিত। তাকে দেখে মোটা ও আনফিট মনে হয়েছে। উইকেটে তার দৌড়ের ক্ষমতা প্রায় শূন্যের কোঠায়। আমার মনে হয়েছে, বারবার শারজিলের রানিং দেখে হতাশ হয়েছে বাবর আজম।

৫৫ বছর বয়সী পাক ক্রিকেট ব্যক্তিত্ব বলেন, শারজিলকে বুঝতে হবে শুধু চার ও ছক্কার ওপর ক্রিকেট নির্ভর করে না। তার ব্যাটিংয়ে ছন্দ দরকার। আর সেটি আসবে সিঙ্গেল নেয়ার ক্ষমতা ওপর। ওর ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ভুঁড়িতে অনেক মেদ জমেছে। সেটি কমাতে হবে।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান/ক্রিকট্র্যাকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল