পাকিস্তানের নতুন আবিষ্কার ইফতেখার

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

পাকিস্তানের নতুন আবিষ্কার ইফতেখার

স্পোর্টস ডেস্ক

সাকলাইন মুশতাক, সাঈদ আজমলরা লম্বা সময় ধরেই সার্ভিস দিয়েছেন পাকিস্তান দলকে। ক্রিকেট থেকে তাদের অবসরের পর সেই মানের তেমন কোনো স্পিনার পায়নি পাকিস্তান। লেগ স্পিনার ইয়াসির শাহ টেস্টে সার্ভিস দিয়ে গেলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে গত পাঁচ বছরে তেমন ঝলক দেখাতে পারেননি।

পেস বোলিংয়ে মোহাম্মদ আমির আর ওয়াহাব রিয়াজের পাশাপাশি বর্তমানে দলকে সার্ভিস দিচ্ছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাসের মতো তরুণ পেসাররা। স্পিনে শাদাব খান ছাড়া নামি কোনো বোলার নেই। হয়তো স্পিনের সেই ঘাটতি পুষিয়ে দিতে পারেন অফস্পিনার ইফতেখার আহমেদ।

২০১৫ সালে জাতীয় দলে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে অভিষেকের পর দুই ম্যাচ খেলেই বাদ পড়ে যান ইফতেখার। তিন বছর পর দলে ফিরেও কোনো কারিশমা দেখাতে পারেননি। এক বছর পর গত শুক্রবার চলতি জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিরে বোলিংয়ের সুযোগ পাননি। ব্যাট হাতে ১৪ বলে করেন ১২ রান।

রোববার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইফতেখারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয় সফরকারী জিম্বাবুয়ে। ৫৯ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন ব্রেন্ডন টেলর ও শেন উইলিয়ামস। এরপর ইফতেখারের অফস্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে।

টেলর-উইলিয়ামসনের ৬১ রানের জুটির বিচ্ছেদ ঘটান ইফতেখার। ৩৬ রান করে ফেরেন টেলর। এরপর শেন উইলিয়ামস উইকেটের একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা ইফতেখারের অফ স্পিনের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি।

সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষপর্যন্ত ৪৫.১ ওভারে ২০৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন শেন উইলিয়ামস, ৩৬ রান করেন ব্রেন্ডন টেলর। পাকিস্তানের হয়ে ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট সংগ্রহ করেন ইফতেখার।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল