২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসারা ওয়াগনার। এতে ভাগ্য খুলেছে গত এক বছর ধরে দলে ঠাঁই না পাওয়ার ম্যাট হেনরির।
দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন হেনরি।
প্রথম টেস্টে ডান পায়ের আঙুলে চোট পান বাঁ-হাতি পেসার ওয়াগনার। সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে ওয়াগনারের – এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
হেনরিকে দলে নেয়ার বিষয়ে ব্ল্যাক ক্যাপদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘ম্যাট বল হাতে ভালো ফর্মে আছে। সম্প্রতি সে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫৩ রানে ছয় উইকেট নিয়েছে।’
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন হেনরি। দ্বিতীয় টেস্টে নামলে এক বছর পর দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন ২৯ বছর বয়সী এই পেসার।
নিউজিল্যান্ডের হয়ে ১২ টেস্ট খেলে ৩০টি উইকেট শিকার করেছেন হেনরি।
আগামী ৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে কিউইরা।
ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়াগনারের বদলি হেনরি ছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি তাতে।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক),টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) ও উইল ইয়ং।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D