পাকিস্তানে টেস্ট নয় শুধু টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবির

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

পাকিস্তানে টেস্ট নয় শুধু টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবির

স্পোর্টস ডেস্ক::
‘কাউকে জোর করা হবে না। কেউ যেতে চাইলে যাবে, না হয় যাবে না।’ এটাই ছিল পাকিস্তান সফর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শেষ কথা। তাতেই ছিল বড়সড় ইঙ্গিত, পরিষ্কার আভাস। তখনই বোঝা যাচ্ছিল, আসলে পাকিস্তান সফরে দল পাঠাতে চাচ্ছে বাংলাদেশ এবং বিসিবির পরিকল্পনা তেমনই। যদিও পাকিস্তানে নিরাপত্তার প্রশ্নটি থেকেই যাচ্ছে। কারণ বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান সন্ত্রাসী ও জঙ্গিদের অভয়ারন্য। যেখানে দিনে দুপুরে সন্ত্রাসী হামলা, বোমাবাজি ও জঙ্গিদের বন্দুকবাজিতে অহরহ প্রাণনাশের ঘটনা ঘটছে।

নিরাপত্তা ইস্যুতে অতিবড় পাকিস্তানিও জোর গলায় বলতে পারবেন না-তাদের দেশ পুরোপুরি নিরাপদ। মুত্যু ঝুঁকি ছিল। আছে এখনো। সেই দেশে খেলতে যাবার ব্যাপারে বিসিবি অবশ্য সবার আগে পাকিস্তানের সর্বশেষ আর্থ সামাজিক অবস্থা বিশেষ করে পাকিস্তান সরকার ও পিসিবির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারক করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ জাতীয় দল সফরে গেলে পাকিস্তান কেমন নিরাপত্তা ব্যবস্থা নেবে, সেটা কতটা নিরাপদ? তা খুঁটিয়ে দেখে এসেছেন বাংলাদেশের এক উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল। তাদের দেয়া প্রতিবেদন জমাও পড়েছে। সেই প্রতিবেদনের আালোকেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসবে চূড়ান্ত ঘোষণা।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনাপত্তি পত্র না পাওয়া পর্যন্ত অবশ্য কিছুই হবে না। তবে বিসিবি সভাপতির কথা শুনে মনে হচ্ছে, পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বাংলাদেশের পর্যবেক্ষক দল এবং ভেতরে ভেতরে পাকিস্তান যাবার চিন্তা-ভাবনাও চলছে। খুব শিগগিরই হয়তো চূড়ান্ত ঘোষণাও আসবে। সেই ঘোষণা যে ইতিবাচক মানে পাকিস্তান সফরে যাবার আনুষ্ঠানিক ঘোষণা আসছে, তার পরিষ্কার আভাসও মিলেছে। তবে ভেতরের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতেই সম্ভবত পাকিস্তান যেতে রাজি হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানের পক্ষ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব আছে। দিনক্ষণের হিসেব কষলে পাকিস্তানে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে অংশ নিলে অন্তত তিন সপ্তাহের বেশি ( ২২-২৩ দিন কিংবা তারও বেশি) সময় থাকতে হবে। একদম ভেতরের খবর, পাকিস্তানে সেই দীর্ঘ সময় দলকে রাখতে রাজি নয় বিসিবি।

বিসিবি চায়, টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরে আসুক দল। তাতে হয়তো সর্বোচ্চ ৭-৮ দিনের ট্যুর হবে। আর টেস্ট সিরিজে অংশ নেয়ার মানেই হলো অন্তত আরও দুই সপ্তাহ বেশি সময় অবস্থান করা। সেটা না করে টেস্ট সিরিজটি আরব আমিরাতের দুবাই, শারজাহ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। ক্রিকেট পাড়ার গুঞ্জন নয়। খোদ বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন এ তথ্য। আজ বুধবার পাকিস্তান সফর নিয়ে আলাপকালে বিসিবি সিইও জানান, তারা নীতিগতভাবে চাচ্ছেন পাকিস্তান সফরটি অল্প সময়ের ভেতরে শেষ করতে এবং পিসিবিকে এমন প্রস্তাবও দেয়া হয়েছে।

বিসিবি পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী। সরাসরি এমন প্রস্তাবই দেয়া হয়েছে। বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের ভাষায়, ‘আমরা টেস্ট সিরিজটি অন্যত্র (আরব আমিরাত বা সুবিধাজনক কোন নিরপক্ষে ভেন্যুতে) আয়োজনের প্রস্তাব দিয়েছি। এবং তা নিয়েই এখন দুই বোর্ডের মধ্যে কথাবার্তা চলছে।’ তার মানে ধরেই নেয়া যায়, পাকিস্তান সফরে শুধুই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে অন্য কোন দেশে এবং সেটা খুব সম্ভবত আরব আমিরাতেই।

সুবেদ-১৮/১২/১৯

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল