সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান সফর শেষেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যাল্টন চিগুম্বুরা। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে উপেক্ষিত এই তারকা অলরাউন্ডার। ২০১৪ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন চিগুম্বুরা। ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে ওয়ানডে ম্যাচ খেলে গেছেন।
গত বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলার এক বছর পর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
অবশ্য পাকিস্তান সফরের শুরুতে দলের সঙ্গে থাকলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই একাদশে জায়গা হয়নি তার।
শনিবার শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। হয়তো দলে আর সুযোগ না পাওয়ার আশঙ্কায় হতাশায় অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন চিগুম্বুরা।
দেশের হয়ে ১৪টি টেস্ট, ২১৩টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন অ্যাল্টন চিগুম্বুরা। ব্যাট হাতে দুই সেঞ্চুরি আর ২৬টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ৫ হাজার ৭৬১ রান। আর পেস বোলিংয়ে শিকার করেছেন ১৩৮ উইকেট।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি