পারিবারিক বি রো ধ-যৌতুকের অভিযোগে আর সরাসরি মা ম লা করা যাবে না

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

পারিবারিক বি রো ধ-যৌতুকের অভিযোগে আর সরাসরি মা ম লা করা যাবে না

পারিবারিক বি রো ধ-যৌতুকের অভিযোগে আর সরাসরি মা ম লা করা যাবে না

ডেস্ক রিপোট

 

পারিবারিক বিরোধ, যৌতুক দাবিসহ বিভিন্ন সমস্যায় বৃহস্পতিবার থেকে আর সরাসরি মামলা করা যাবে না। এসব সমস্যায় মামলা করার আগে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।

আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ এমন বিধান রাখা হয়েছে। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এ উপলক্ষ্যে বুধবার সিলেটের একটি হোটেলে উদ্বোধনী অনষ্ঠোনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হেসেবে ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

এই অধ্যাদেশে পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি বিষয়ে মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান রাখা হয়েছে।

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে সম্প্রসারন এবং অধিকতর গতিশীল, জনবান্ধব ও সহজলভ্য করতে গত ১ জুলাই আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এই অধ্যাদেশের তফসিলভূক্ত বিষয়গুলোতে (যেমন- পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুক ইত্যাদি) ১২টি জেলায় মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বুধবার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কোঅপারেশন এন্ড ডেভলাপমেন্ট (বিএমজেড) এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অ্যাক্সেস জাস্টিস ফর উইমেন প্রজেক্ট, জিআইজেড বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরোও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে।

আইন উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও খরচে বিরুদ্ধ সমাধান হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন।

তিনি বলেন, আমরা প্রায়ই শুনি আপনি কি করেছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কী করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতিমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়গুলো—যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি—এখন থেকে মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ যুগান্তকারী উদ্যোগ বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে যা মামলাজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে বিচারপ্রার্থীগণ স্বল্প সময়ে, নামমাত্র খরচে সৌহার্দপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন।

প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যকর হতে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল