পিছিয়ে গেল লা লিগা, নতুন সূচিতে রিয়াল-বার্সার ম্যাচ

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

পিছিয়ে গেল লা লিগা, নতুন সূচিতে রিয়াল-বার্সার ম্যাচ

স্পোর্টস ডেস্ক :
পিছিয়ে গেল লা লিগার নতুন মৌসুম। খেলা মাঠে গড়ানোর মাত্র দু’দিন আগে লা লিগার ফিকশ্চারে পরিবর্তন আনা হয়েছে।

এইবার ও সেল্টা ভিগোর ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু হবে শনিবার।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা লিগা কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে শুক্রবারের বদলে পরেরদিন শুরু হবে লিগ।

এই বিরোধে জয় হয়েছে আরএফইএফের । আগের সূচিতে থাকা শুক্র ও সোমবারের ম্যাচগুলোতে পরিবর্তন আনা হয়েছে । পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল লা লিগার ২০২০-২১ মৌসুম।

এখন পরিবর্তিত সূচি অনুযায়ী সেই ম্যাচটি হবে শনিবার রাতে। উদ্বোধনী ম্যাচে লড়বে এইবার ও সেল্টা ভিগো। বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় দেখা যাবে ম্যাচটি। একইদিন রাত ১০টা ৩০ মিনিটে লড়বে গ্রানাডা ও অ্যাথলেটিকো বিলবাও।

আগের সূচিতে সোমবার ছিল আলাভেস ও রিয়াল বেটিসের ম্যাচ। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপত্তির মুখে ম্যাচটি এখন এগিয়ে আনা হয়েছে একদিন। যা মাঠে গড়াবে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এবারের মৌসুমের বড় দলগুলোর খেলা দেখতে অপেক্ষা করতে হবে আরও ৯ দিন। আগামী ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১টায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাভক্তদের অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন মেসি। একইদিন গ্রানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দ্বৈরথ দেখতে অপেক্ষা করতে হবে বহুদিন। সূচি অনুযায়ী অক্টোবরের ২৫ তারিখের দিবাগত রাতে দেখা মিলবে এই মহারণের।

তথ্যসূত্র: গোল ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল