১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১
পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই বাহিনীর নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ কাজ এখন অনলাইনে হবে। এতে মেধা ও শারীরিক যোগ্যতর লোক বাহিনীতে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
নিয়োগ প্রক্রিয়ার ডিজিটালাইজেশনের অংশ হিসেবে পুলিশ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, পুলিশ প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের স্বাক্ষর বহন করে চলেছে। নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আইজিপির ‘ব্রেইন চাইল্ড’। এ প্রক্রিয়ায় আমরা অধিক সক্ষম, যোগ্য ও সৎ পুলিশ সদস্যের উন্নত সেবা পাব বলে আশাবাদী।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, নতুন নিয়মে পুলিশের সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল নিয়োগ হবে। ফলে মেধা ও শারীরিক সক্ষমতার ক্ষেত্রে যোগ্যতর লোক বাহিনীতে আসবে। পার্শ্ববর্তী দেশ ও উন্নত দেশের নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে পুলিশের নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নতুন নিয়োগ নীতিমালা অনুমোদন করায় স্বরাষ্ট্রমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা নতুন সেবার দ্বার উন্মোচন করলেন। এর ফলে দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে কাজ করছি। আমরা বিশ বছর মেয়াদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, পুলিশ ও টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D