পুলিশ নিয়োগে হবিগঞ্জে সতর্কতা জারি

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

পুলিশ নিয়োগে হবিগঞ্জে সতর্কতা জারি

হবিগঞ্জ প্রতিনিধিঃঃ হবিগঞ্জে কনস্টেবল নিয়োগে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার রাতে এ সতর্কতা জারি করা হয়।

চিঠিতে আরও বলা হয়, কেউ ভুয়া সার্টিফিকেট বা সনদপত্র নিয়োগ বোর্ডের সামনে প্রদর্শন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিয়োগ সংক্রান্তে কোনো ব্যক্তি বা চক্র অনিয়ম বা আর্থিক লেনদেনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাউট, প্রতারক, অসাধু ব্যক্তি অথবা কোনো চক্রের প্রলোভনের ফাঁদে পা দিয়ে কোনো প্রকার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় চিঠিতে।

সিদি/১৬জুন ১৯/জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল