পূর্ব চীন সাগরে সেনা পাঠাচ্ছে জাপান!

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

পূর্ব চীন সাগরে সেনা পাঠাচ্ছে জাপান!

আন্তর্জাতিক ডেস্ক :
চীনকে ঠেকাতে পূর্ব চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে জাপান। এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। চীন-জাপান উভয় দেশই ওই দ্বীপপুঞ্জ নিজের বলে দাবি করে আসছে। জানা গেছে, চীনের উপকূলরক্ষী বাহিনী জাপান নিয়ন্ত্রিত দিয়াওয়ু দ্বীপপুঞ্জের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পানিতে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে, যা জাপানে সেনকাকুস নামে পরিচিত। গত মাসে একটি নতুন আইন বাস্তবায়নের পর এই বর্ধিত কার্যক্রম কার্যকর করা হয়েছে, যার ফলে চীনের সামরিক বাহিনী বিদেশি জাহাজের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল