পেছাল ফাইনালের সময়, ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

পেছাল ফাইনালের সময়, ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক

আগামীকাল বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত দল।

গত ১১ অক্টোবর এই দুই দলের লড়াই দিয়েই শুরু হয়েছিল টুর্নামেন্ট।

মাত্র একটি ম্যাচ জেতায় ফাইনালে উঠতে পারেনি তামিমের দল।

আর বেশি সংখ্যক ম্যাচ জিতে ফাইনালে উঠেছে রিয়াদ বাহিনী। তবে পুরো আসরে দাপুটে ম্যাচ খেলেছে শান্ত বাহিনী। মাত্র একবারই হেরেছে তারা। শান্তর দলের সঙ্গে এখনও পেরে ওঠেনি রিয়াদের দল।

এবার শুক্রবার রাতে জানা যাবে শেষ হাসি ফুটে কার মুখে। রিয়াদ নাকি শান্তর?

ফাইনালকে ঘিরে এই উত্তেজনার মধ্যে সুখবর এলো দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।

সেটা হলো – শুক্রবারের রিয়াদ বাহিনী আর শান্ত একাদশের ফাইনাল সরাসরি দেখানো হবে টেলিভিশনে। বাংলাদেশ টেলিভিশন প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই খেলাটি সরাসরি দেখতে পাবেন। এতোদিন ধরে এই কাপের সব খেলা দেখা যাচ্ছিল ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। যা অনেকের কাছে সহজলভ্য ছিল না।

শুক্রবার বাকি সব ম্যাচের মতো দুপুর দেড়টায় খেলা শুরু হবে না। জুমার নামাজের কারণে ফাইনাল ম্যাচ আধঘন্টা দেরিতে দুপুর ২টায় শুরু হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

 


×

Dear Visitor

Welcome to your country

For Regular News Update Follow Our Page.

Follow