১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
স্পোর্টস ডেস্ক::
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত শনিবার গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ছুঁয়েছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা গড়তে সময় নিলেন না বার্সার এই ফরোয়ার্ড। মঙ্গলবার রাতে বার্সেলোনার হয়ে রিয়াল ভায়াদোলিদের মাঠেই সান্তোসের জার্সিতে পেলের ৬৪৩ গোল ছাপিয়ে গেলেন মেসি। বার্সার জার্সি গায়ে নিয়ে করলেন নিজের ৬৪৪তম গোল।
মঙ্গলবার গভীর রাতে লা লিগায় মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ভায়াদোলিদ। ৩-০ গোলে জয়ের সেই ম্যাচে ৬৫ মিনিটে গোল করেন মেসি। বার্সার হয়ে ৭৪৯ ম্যাচ খেলে ৬৪৪ গোল করলেন মেসি। ফুটবল বিশ্বে এটিই অনন্য রেকর্ড।
পেলে যদিও অনেক কম ম্যাচে ৬৪৩টি গোল করেছিলেন। ‘ফুটবল ঈশ্বর’ ৬৬৫ ম্যাচে স্যান্টোসের হয়ে এই রেকর্ড করেছিলেন।
পেলেকে পেছনে ফেলে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। লেখেন, ‘যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম ভাবিনি কোনো রেকর্ড ভাঙতে পারব বলে। পেলের এই রেকর্ড ভাঙব তা তো কল্পনাই করিনি। ধন্যবাদ এত বছর ধরে যারা আমাকে সাহায্য করেছেন। আমার পরিবার, সতীর্থ, বন্ধু এবং প্রতিদিন আমাকে যারা সমর্থন করেন তাদের সবাইকে ধন্যবাদ।’
এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের এই রেকর্ড মেসি স্পর্শ করেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে। তখন মেসিকে অভিনন্দন জানিয়ে ৮০ বছর বয়সি পেলে লেখেন, ‘হৃদয় যখন ভালবাসায় উপচে পড়ে তখন রাস্তা বদলে ফেলা মুশকিল। তোমার মত আমিও জানি একই জার্সি দিনের পর দিন গায়ে চাপানোর মধ্যে যে ভালো লাগা, তার অনুভূতি। তোমার মত আমিও জানি, যে ক্লাবকে নিজের ঘর বলে আমরা মনে করি, সেখানে দীর্ঘদিন ধরে থাকার অনুভূতি। সেই অনুভূতির চেয়ে ভালো কিছু হয় না। ‘ মেসিকে বার্সাতে থেকে যাওয়ার জন্যও অনুরোধ করেছেন পেলে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D