২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯
দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপ টেস্টে স্কোর গড়ে যেখানে ১৪ থেকে ১৬ থাকে, সেখানে টাইগারদের গড়ে স্কোর ১০। এমন ফিটনেসে কিছুটা হলেও হতাশ নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট।
বিষয়টি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দ্বারস্থ হয়েছেন কোচ ল্যাঙ্গেভেল্ট। এ ব্যাপারে নান্নু তিনি বলেন, ‘বোলারদের ফিটনেস দেখে হতাশ পেস বোলিং কোচ। বিপ টেস্টে পেসারদের গড় স্কোর ১০। সেখানে দক্ষিণ আফ্রিকার পেস বোলাররা বিপ টেস্টে ১৪ থেকে ১৬ স্কোর করে। পেস বোলারদের ফিটনেস এই পর্যায়ে দেখলে কোচের হতাশ হওয়ারই কথা।’
কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন ১৯ আগস্ট বিপ টেস্ট নেওয়া হয় ডাক পাওয়া ক্রিকেটারদের। যেখানে খেলোয়াড়দের গড় স্কোর পাওয়া গেছে ১০। পেসারদের তালিকায় সবার নিচে থাকা রুবেল হোসেনের স্কোর ৯। মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি ১০.১ স্কোর করে। শফিউল ইসলাম এবং তাসকিন আহমেদের স্কোর ১০.৩। টানা ফিটনেস ট্রেনিং করা মোহাম্মদ সাইফউদ্দিন করেন ১১.১৬ স্কোর। তবে সবচেয়ে ভালো স্কোর আবু জায়েদ রাহির ১২.২। ১১.৮ স্কোর করে দ্বিতীয় হন এবাদত হোসেন। আর মাশরাফি বিন মুর্তজা বিপ টেস্ট দেননি।
নাম গোপন রাখার শর্তে বিসিবির এক ট্রেনার বলেন, একেক দেশে একেক রকম এই ফিটনেস পরীক্ষা হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত ক্রিকেট দলে হয় ইয়োইয়ো টেস্ট। যেখানে দুই কিলোমিটার রানিং স্কোর দেখা হয়। তাদের ইয়োইয়ো স্কোর ১৫ থেকে ১৬ হয়।
তিনি বলেন, ‘ইয়োইয়োর টেস্টের চেয়ে বিপ টেস্ট কঠিন। বিপ টেস্টে ১২ স্কোর ইয়োইয়ো টেস্টে ১৫ স্কোর করার সমান। ল্যাঙ্গেভেল্ট হয়তো বিপ এবং ইয়োইয়ো টেস্টের সঙ্গে এক করে ফেলেছেন। রুবেল, মুস্তাফিজদের ফিটনেসে আরও উন্নতি করতে হবে কোনো সন্দেহ নেই। তবে আমাদের বোলারদের ফিটনেস একেবারে খারাপ না।’
পেস বোলারদের ফিটনেস নিয়ে নান্নু বলেন, ‘ক্রিকেটে পেস বোলারদের ফিটনেস সবচেয়ে বেশি থাকতে হয়। কারণ ছয় ওভারের একটা স্পেল করতে প্রচুর শক্তি খরচ হয়। ফিটনেস লেভেল খুব ভালো না থাকলে এক দুই ওভার করেই ক্লান্ত হয়ে পড়বে। বল ডেলিভারি ল্যান্ডিং এবং লাইন-লেন্থ ধরে রাখাও চ্যালেঞ্জ হয়ে পড়ে। আর বোলার ক্লান্ত হয়ে পড়লে জোরে বল করতে পারবে না।’
বাংলাদেশের পেসারদের ফিটনেস যে বরাবরই নিচের দিকে জাতীয় দল সংশ্নিষ্ট কেউই তা অস্বীকার করবে না। রুবেল হোসেন ও তাসকিন আহমেদ বেশিক্ষণ রানিং করতে পারেন না বলে অভিযোগ আছে। একজন পেসার তো এক ওভার বল করেই বাউন্ডারি লাইনে গিয়ে স্যালাইন পানি পান করেন। এ থেকেই বলা যায়, বিপ টেস্ট বা ইয়োইয়ো যে টেস্টই হোক, বাংলাদেশের পেস বোলারদের ফিটনেস ভালো নয়। ল্যাঙ্গেভেল্টের চিন্তিত হয়ে পড়াটাও ভুল কিছু নয়।
স্পোর্টস ডেস্ক
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D