পোষা সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

পোষা সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিজের পোষা সাপের কামড়ে ঘেরঘেরু (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার সিংগারোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঘেরঘেরু উপজেলার সিংগারোল গ্রামের তাকাসু রামের ছেলে।

জানা গেছে, সাপুড়ে ঘেরঘেরু বিভিন্ন স্থানে সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিজ বাড়িতে ১০টি পোষা সাপকে খাবার খাওয়ানোর জন্য গেলে একটি বিষাক্ত সাপ সাপুড়ের হাতে কামড় দেয়। এতে সাপুড়ে ঘেরঘেরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন ওঝা ও কবিরাজ বাড়িতে এনে ঝাড়ফুঁক দিয়ে সাপুড়েকে বাঁচানোর চেষ্টা করে। শত চেষ্টার পরও শুক্রবার বিকালে তিনি মারা যান।

হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দীকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের পোষা সাপের কামড়েই ঘেরঘেরু সাপুড়ে মৃত্যু হয়।

শুক্রবার রাত ১০টার দিকে মুঠোফোনে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় দৈনিক অধিকারকে জানায়, সাপের কামড়ে সাপুড়ে ঘেরঘেরুর মৃত্যু হয়েছে এমন খবর থানায় কেউ জানায়নি।

সিলেটের দিনকাল ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল