আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
প্রতাপ ছড়ানো জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ </span> <br/> প্রতাপ ছড়ানো জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্কঃঃ প্রতাপ ছড়ানো জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইংল্যান্ড। বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে বৃহস্পতিবার আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়েছে ইংলিশরা। ম্যাচে ব্যাট হাতে ৭৯ বলে ৮৯ রান করেন বেন স্টোকস। বল হাতে তিনি শিকার করেছেন দুইটি উইকেট। এছাড়া দুর্দান্ত দুইটি ক্যাচ নিয়েছেন তিনি। যার ফলে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।

এদিন লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ডের দেয়া ৩১২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারে ২০৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন ওপেনার কুইন্টন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন রাসি ভ্যান ডের ডুসেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জফরা আর্চার ৩টি, বেন স্টোকস ২টি, লিয়াম প্লানকেট ২টি, আদিল রশীদ ১টি ও মঈন আলী ১টি করে উইকেট শিকার করেন।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে ইনিংসের অষ্টম ওভারে প্রথম উইকেট হারায়। আর্চারের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম। দশম ওভারে অধিনায়ক ফাফ ডু প্লেসিসকেও ফেরান আর্চার। এরপর ডুসেন ও ডি কক ৮৫ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১২৯ রানে প্লানকেটের বলে রুটের হাতে ধরা পড়েন ডি কক। দলের রান যখন ১৪২ তখন মঈন আলীর বলে স্টোকসের হাতে ক্যাচ হন জেপি ডুমিনি।

ডুমিনি আউট হওয়ার পরের ওভারে রান আউট হয়ে ফিরে যান ডোয়াইন প্রিটোরিয়াস। ৩২তম ওভারে ডুসেনকে ফেরান আর্চার। ৩৫তম ওভারে বেন স্টোকসের উড়ন্ত ক্যাচে ফিরে যান আন্দিল ফেলুকায়ো। ৩৯তম ওভারে হাশিম আমলাকে ফেরান লিয়াম প্লানকেট। ৪০তম ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদাকে এবং পঞ্চম বলে ইমরান তাহিরকে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বেন স্টোকস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের চার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। ৭৯ বলে ৮৯ রান করেন বেন স্টোকস। ওপেনার জ্যাসন রয় করেন ৫৪ রান। ৫১ রান করেছেন জো রুট। অধিনায়ক ইয়ন মরগ্যান করেছেন ৫৭ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিদি ৩টি, কাগিসো রাবাদা ২টি, ইমরান তাহির ২টি ও আন্দিল ফেলুকায়ো ১টি করে উইকেট শিকার করেন।

ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায়। ফিরে যান জনি বেয়ারস্টো। ইমরান তাহিরের করা ওভারের দ্বিতীয় বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন তিনি। বেয়ারস্টো রানের খাতা খুলতে পারেননি। এদিকে বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্পিনার হিসাবে উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারে বল করেছেন প্রোটিয়া পেসার ইমরান তাহির।

বেয়ারস্টো ফিরে যাওয়ার পর ১০৬ রানের জুটি গড়েন জ্যাসন রয় ও জো রুট। এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসাবে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন রয়। ৫১ বলে হাফ সেঞ্চুরি করার পর ৫৩ বলে ৫৪ রান করে আউট হন তিনি। ১৯তম ওভারে আন্দিল ফেলুকায়োর বলে ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ হন তিনি।

এর পরের ওভারেই ফিরে যান রুট। কাগিসো রাবাদার বলে ডুমিনির হাতে ধরা পড়েন রুট। এই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ১০৬ রানের জুটি গড়েন বেন স্টোকস ও অধিনায়ক ইয়ন মরগ্যান। মরগ্যান ব্যক্তিগত ৫৭ রানে আউট হয়ে গেলেও ইনিংস লম্বা করেন স্টোকস।

৩৭তম ওভারে তাহিরের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মরগ্যান। ৪২তম ওভারে জস বাটলারকে বোল্ড করেন লুঙ্গি এনগিদি। ৪৪তম ওভারে এনগিদির বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ডু প্লেসিসের হাতে ধরা পড়েন মঈন আলী। ৪৮তম ওভারে ওয়েকসকে ফেরান রাবাদা। ৪৯তম ওভারে স্টোকসের উইকেটটি নেন এনগিদি।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১০৪ রানে জয়ী ইংল্যান্ড।

ইংল্যান্ড ইনিংস: ৩১১/৮ (৫০ ওভার)

(জ্যাসন রয় ৫৪, জনি বেয়ারস্টো ০, জো রুট ৫১, ইয়ন মরগ্যান ৫৭, বেন স্টোকস ৮৯, জস বাটলার ১৮, মঈন আলী ৩, ক্রিস ওয়েকস ১৩, লিয়াম প্লানকেট ৯*, জফরা আর্চার ৭*; ইমরান তাহির ২/৬১, লুঙ্গি এনগিদি ৩/৬৬, কাগিসো রাবাদা ২/৬৬, ডোয়াইন প্রিটোরিয়াস ০/৪২, আন্দিল ফেলুকায়ো ১/৪৪, জপি ডুমিনি ০/১৪, এইডেন মার্করাম ০/১৬)।

দক্ষিণ আফ্রিকা ইনিংস:  ২০৭ (৩৯.৫ ওভার)

(কুইন্টন ডি কক ৬৮, হাশিম আমলা ১১, এইডেন মার্করাম ১১, ফাফ ডু প্লেসিস ৫, রাসি ভ্যান ডের ডুসেন ৫০, জেপি ডুমিনি ৮, ডোয়াইন প্রিটোরিয়াস ১, আন্দিল ফেলুকায়ো ২৪, কাগিসো রাবাদা ১১, লুঙ্গি এনগিদি ৬*, ইমরান তাহির ০; ক্রিস ওয়েকস ০/২৪, জফরা আর্চার ৩/২৭, আদিল রশীদ ১/৩৫, মঈন আলী ১/৬৩, লিয়াম প্লানকেট ২/৩৭, বেন স্টোকস ২/১২)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: বেন স্টোকস (ইংল্যান্ড)।

সিদি/৩০মে ১৯/জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল