১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬
প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে মাল্টিপ্ল্যান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলীর বিরুদ্ধে। বহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সরাবন তহুরার আদালতে এ পরোয়ানা জারী করা হয়। তাঁর নির্মিত মাল্টিপ্ল্যান বহুতল ভবনে ফ্ল্যাট বিক্রি করে তা হস্তান্তর না করায় প্রবাসী আব্দুর রহমান’র দায়ের করা মামলায় এ গ্রেফতারি পরোওয়ানা জারী করা হয়েছে।
আদালত সূত্র জানায়, মামলার বাদী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুর রহমান মাল্টিপ্ল্যান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলীর কাছ থেকে ৪১ লক্ষ্য ৪০ হাজার টাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেন। শর্ত মোতাবেক ফ্ল্যাটের সব টাকা তিনি মুন্সেফ আলীকে পরিশোধ করেন। কিন্তু টাকা পেয়েও মুন্সেফ আলী তাকে ফ্ল্যাট হস্তান্তর না করে নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মুন্সেফ আলীর কাছ থেকে কোন সুরাহা না পেয়ে মামলা করেন আব্দুর রহমান (মামলা নং-সিআর২১৩/১৬)। ৩ মাস আগে করা ওই মামলায় গত ১০ নভেম্বর সমন জারি হয় মুন্সেফ আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই মামলায় মুন্সেফ আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D