প্রথিতযশা সাংবাদিক জনাব ওয়েস খসরুর ” চুপসে যাওয়া রিপোর্ট ” ও আমার অনুভূতি …

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

প্রথিতযশা সাংবাদিক জনাব ওয়েস খসরুর ” চুপসে যাওয়া রিপোর্ট ” ও আমার অনুভূতি …

প্রথিতযশা সাংবাদিক জনাব ওয়েস খসরুর ” চুপসে যাওয়া রিপোর্ট ” ও আমার অনুভূতি :

এডভোকেট সামসুজ্জামান জামান

সম্প্রতি দৈনিক মানবজমিন এ সিলেটের স্বনামধন্য  সাংবাদিক ওয়েস খসরু চুপসে গেছেন বিএনপির গ্রুপ নেতারা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছেন l লেখার স্বাধীনতা তাঁর আছে l তাঁর প্রাজ্ঞতা নিয়েও আমার সন্দেহ নাই l উনাদের মতো বড়ো পরিসরে না হলেও ছুটো খাটো একটা কলাপাতা (পত্রিকা) আমিও চালাই l
সমস্যা টা হলো উনার মতো সাংবাদিক এর শ্লেষাত্বক শব্দ ব্যবহার ও তথ্যগত ভুল নিয়ে l প্রথম কথা হলো আমি বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছি বছর হতে চললো , সিলেট সহ সারা দেশের মানুষ এটা জানে l অভিমান করে রাজনীতি ছাড়িনি l নীতি ও নিজ্বস্ব বোধ থেকে সরে গিয়েছি এ প্রসংগে যৌক্তিক ব্যাখ্যাও বার বার দিয়েছি l

এখন প্রশ্ন হলো তাহলে আমাকে বিএনপির সাথে জড়িয়ে নিউজ করার মানে কি ?

“চুপসে যাওয়া ” শব্দের আভিধানিক অর্থ হলো -তুবড়ে যাওয়া , শুকিয়ে যাওয়া , সংকুচিত হওয়া
বকুনি শুনে চুপসে যাওয়া ইত্যাদি l মহাশয় , আমি যেহেতু বিএনপি ই নিজ থেকে ছেড়ে দিয়েছি তাহলে এই শব্দটা তো বড়ো ই বেমানান নয় কি ?
আর আল্লাহ মেহেরবান , মহাঅনুগ্রহের অধিকারী আমার নির্ভরতা কেবল তাঁর প্রতি l আমাকে আপনি জানেন , জানে মানুষ l আপনি যাদের কথা বলেছেন অর্থাৎ যারা আমাদের কে সঙ্কুচিত করে দিয়েছে তাঁদের কে বিগত দিনও হিসাবে নেই নাই আজকেও তাই l

আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান l

ফেসবুকে সিলেটের দিনকাল