প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়াটাই বড় ব্যাপার: শাকিব খান

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়াটাই বড় ব্যাপার: শাকিব খান

বিনোদন ডেস্কঃঃ ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। চতুর্থবারের মতো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেলেন তিনি। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমার জন্য যৌথভাবে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন।

৮ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জনপ্রিয় এ নায়ক। আজ কলকাতার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন। তার আগে সমকাল অনলাইনের সঙ্গে আলাপ করলেন তিনি। পুরস্কার প্রাপ্তি ও  সাম্প্রতিক বিষয় নিয়ে জানালেন কিছু কথা।

চার বারের মতো ‘শ্রেষ্ঠ অভিনেতা’র স্বীকৃতি পাওয়ার অনুভুতি জানিয়ে শাকিব খান বললেন, পুরস্কার ঘোষণার পর থেকে কিছু বিতর্ক ছিল। যাই হোক না কেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়াটাই বড় ব্যাপার। প্রয়াত মান্না ভাই ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। কিন্তু উনি হাতে নিয়ে যেতে পারেননি। কারণ, তখন সময়মতো এগুলো দেওয়ার আন্তরিক চেষ্টা ছিল না। বর্তমান প্রধানমন্ত্রী বছরের একটা দিন চলচ্চিত্রের মানুষদের সময় দেন। নিজে এসে পুরস্কার হাতে তুলে দেন, কুশল বিনিময় করেন এটাই ভালো লাগার বিষয়।’

যৌথভাবে পুরস্কার প্রাপ্তির বিষয়ে প্রথমে কিছুটা খারাপ লাগা কাজ করেছিলো। পরে এই খারাপ লাগাটা আর বাড়েনি বলে জানালেন ‘শিকারী’ ছবির এ নায়ক। বললেন, এভাবে পুরস্কার পাব কাম্য ছিলো না। যৌথভাবে ঘোষণা দেওয়া নিয়েও প্রথমে খারাপ লাগলেও পরে দেখলাম আরিফিন শুভ আমার সঙ্গে পুরস্কার পেয়েছে। এটা তার প্রথম প্রাপ্তি। এখানে খারাপ লাগার কোন কারণ থাকতে পারেনা। এতে তো আমার হারানোর কিছু নেই।’

তবে প্রথমে এই পুরস্কার শাকিব খানকে গ্রহণ করতে মন সায় দেয়নি বলেও জানালেন। বললেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণার পর বিতর্কের জন্য ভেবেছিলাম পুরস্কার নেব না। কিন্তু আমি না নিলে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হতো।

শাকিব খান এখন শুটিং করছেন ‘বীর’ ছবির। কাজী হায়াৎ পরিচালিত ছবিটিকে দেশাত্ববোধক ছবি বলে মন্তব্য তার। সেই সঙ্গে জানালেন শিগগিরই ছবিটির ফাস্ট লুক প্রকাশ করার কথা।

‘খুব যত্নশীল হয়ে ‘বীর’-এর কাজ করছি। মৌলিক গল্পের সিনেমা এটি। একইসাথে গল্প নির্ভর সিনেমা। ইতোমধ্যে ৫০ শতাংশ কাজ হয়েছে। টানা শুটিং করছি। ‘বীর’ ঈদের সিনেমা না। তাই ঈদের আগেই মুক্তি পাবে এটা কনফার্ম। আগামী বছর শুরুর দিকে ‘বীর’ আসবে। খুব শিগগির ‘বীর’-এর ফার্স্ট লুক প্রকাশ করবো।’ বললেন শাকিব খান।

এদিকে আসন্ন ঈদের জন্য ইতোমধ্যে ছবির ঘোষণা আসছে। ঈদের ছবি নিয়ে শাকিব খানের কোন ঘোষণা আসেনি এখনও। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই শাকিব খান বলেন, ঈদের তো এখনও অনেক সময় হাতে। ‘বীর’ শেষ করতে করতে জানাবো। সবকিছু চূড়ান্ত হওয়ার শেষের দিকে। যে আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করছে  কাজ দিয়েই আমি তার মূল্য দেবো।