২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
সিলেটের দিনকাল ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জের কৃতি সন্তান র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম সাহসিকতায় বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পেয়েছেন। পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকাস্থ রাজারবাগ পুলিশ সদর দপ্তরের প্যারেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজে র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলামকে এই গৌরবময় পদক প্রদান ও ব্যাজ পরিয়ে দেন।
র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম একজন বোমা বিশেষজ্ঞ। তিনি কমলগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের মোঃ আব্দুর রউফ এর পুত্র। ১৯৯৯ সালের ১৬ জুলাই তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে র্যাব ফোর্সেস হেডকোয়ার্টারসে যোগদেন। তিনি জাতিসংঘ মিশন ২০০৬-২০০৭ ও কুয়েত মিশন ২০১২-২০১৬ তে অংশগ্রহণ করেন। যশোরে গত ১৫ সেপ্টেম্বর বোমা নিষ্কিৃয় করতে গিয়ে তার বাম হাত কবজি উড়ে যায়। এ সাহসিকতায় তাকে পুলিশের বিপিএম পদক দেয়া হয়।
র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম সম্মানজনক এই পদকে ভুষিত হওয়ায় তাঁর পরিবার, বন্ধু-বান্ধবসহ কমলগঞ্জ উপজেলার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D