১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মে ২০, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বরাদ্দে সুনামগঞ্জে ধর্শপাশার মধ্যনগর থানার সীমান্তজনপদে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেলেন নতুন বাইসাইকেল ।
মধ্যনগর সীমান্ত জনপদে বুধবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল,শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সহায়তা কর্মসুচীর আওতায় ২০১৯ -২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে উপজেলার মধ্যনগর থানার সীমান্তজনপদে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৩০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
বুধবার উপজেলার মধ্যনগর বংশীকুন্ডা উওর ইউনিয়নের ঘিলাগড়ায় সাংস্কৃতি উপকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান মাধ্যমিক স্কুলে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থীর হাতে ৩০ টি নতুন বাইকেল তুলে দেন।
এছাড়া মাধ্যমমিক,উচ্চ মাধ্যমিক,কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০৮ জন শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়।
একই বরাদ্দের আলোকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সুবিধাবঞ্চিত ১০টি পরিবারেরজন্য সেমি পাকা বসতঘর তৈরীর করে উদ্যোগে নেয়া হয়।
এসব বিতরণকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ,ধর্মপাশা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশ চেয়ারম্যান আশুতোষ হাজংসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।,
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D