প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বরাদ্ধ প্রকৃত ব্যক্তির কাছে পৌছে দেন : সুলতান মনসুর

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বরাদ্ধ প্রকৃত ব্যক্তির কাছে পৌছে দেন : সুলতান মনসুর

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতার মোহাম্মদ মনসুর তার ব্যবহারিত ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বরাদ্ধ প্রকৃত ব্যক্তির কাছে পৌছে দেওয়ার আহবান জানিয়েছে। যা আমাদের পাঠকদের জন্য হুব হুব তুলে ধরা হলো:

উপজেলা প্রশাসন, সকল জনপ্রতিনিধি, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বারদের প্রতি অনুরোধ করছি, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে প্রাপ্ত বরাদ্ধ/সাহায্য প্রকৃত ব্যক্তির কাছে পৌছে দেন। নিজের ভোটার, বা সমর্থকদের শুধু নয়, যারা দিনে আনে দিনে খায় তাদের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখুন। অন্যতায় অন্তত আমার সংসদীয় এলাকায় যথাযথ আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। পরিশেষে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি এবং (কোভিড ১৯) করোনা ভাইরাস মোকাবেলায় মহান রাব্বুল আলামীনের দয়া ও সকলের সচেতনতা কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের।