প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন কুলাউড়া পৌর মেয়র ইউনুছ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক
কুলাউড়া পৌরসভার মেয়র অালহাজ্ব মোঃ শফি আলম ইউনুছের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দিলেন বাংলাদেশ অাওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ০২ মো অাবু জাফর রাজু। (২৯ জুলাই) বুধবার দুপুরে পৌরসভার কার্যালয়ে অানুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সামগ্রী তুলে দেন। এছাড়াও প্রটোকল অফিসার সরকারী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অাওয়ামীলীগ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অাসম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়া নাজরাতুন নাঈম, কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শফি উল আলম শফি, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা অাওয়ামীলীগ নেতা মনির অাহমেদ, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ।
এসময় প্রবীন অাওয়মীলীগ নেতা ও কুলাউড়া পৌরসভার জনন্দিত মেয়র অালহাজ্ব শফি অালম ইউনুছ পৌরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন দেশকে সৎ পরিচ্ছন্ন নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ অাওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। পাশাপাশি শেখ হাসিনার হাতকে অারো শক্তিশালী করতে প্রতিহিংসা ত্যাগ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অাহবান জানান।