প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং থাকবে : সিলেটের দিনকাল সম্পাদক পলাশ (ভিডিও)

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং থাকবে : সিলেটের দিনকাল সম্পাদক পলাশ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দৈনিক সিলেটের দিনকাল এর সম্পাদক মস্তাক আহমেদ পলাশ বলেছেন,শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে (পাণি) বীণা থাকে। এজন্য তাকে বীণাপাণিও বলা হয়। তাকে ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলো ও অপশক্তিরা তৎপর থাকে। এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এই সম্প্রীতি নষ্ট হতে দিবো না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সম্প্রীতি বজায় আছে এবং থাকবে।আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারী) রাতে দলদলী চা বাগানে সরস্বতী পূজা উপলক্ষে রংধনু কিশোর কিশোরী সংজ্ঞ সংঘ সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দৈনিক সিলেটের দিনকাল এর সম্পাদক মস্তাক আহমেদ পলাশ এ কথা গুলো বলেন।

  

ফেসবুকে সিলেটের দিনকাল