সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে বিশাল মানববন্ধন করেছেন প্রবাসীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) বাংলাদেশী নাগরিক পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন ,
প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন কিন্তু এক কোটি প্রবাসীর ভোটের অধিকার না থাকাটা অযৌক্তিক ও মৌলিক অধিকারের লঙ্ঘন।
প্রায় ৫০ হাজার বাংলাদেশী বসবাস করেন ফ্রান্সে। তাদের দাবি একটাই প্রবাসীদের ভোটাধিকার চাই।
বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর এর সভাপতিত্বে ওসেক্রেটারী ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, অনলাইন একটিভিস্ট মীর জাহান, সাংবাদিক নেতা ও ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম , আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, বরিশাল কমিউনিটির সেক্রেটারী মনিরুল ইসলাম, সাংবাদিক নেতা ও এটিন বাংলা রিপোর্টার রাবেয়া আক্তার সুবর্না , সাংবাদিক নেতা নয়ন মামুন, লন্ডন ইউনিভার্সিটি আইন বিভাগের ছাত্রী ও ব্রান্ড এম্বেসেডর ইডনি মুসলিম উদ্দিন, সাংবাদিক মোঃ আব্দুল মালিক হিমু , সাংবাদিক এনায়েত হুসেন সুহেল, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, বন্ধন পরিচালক শিউলি গিয়াস, পরিষদ ট্রেজারার আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জিয়া উদ্দিন চৌধুরী, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক,এ ছাড়া ফরাসি ভাষায় বক্তব্য রাখেন শুভেচ্ছা শেখ ও দেশত্ববোধক গান পরিবেশন করে প্যারিস শিল্পীর গোষ্ঠীর সদস্যবৃন্দ।
বক্তারা বলেন ফ্যাসিবাদ-বিরোধী গণঅভ্যুত্থানে বিদেশে বাংলাদেশিরা বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য রাস্তায় নেমেছিল, প্রায়শই যথেষ্ট ব্যক্তিগত ঝুঁকি নিয়ে। তৎকালীন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কর্তৃক আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রতিক্রিয়ায় রেমিট্যান্স বন্ধ আন্দোলন সংগঠিত করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা সরকার পতনে সহযোগিতা করেছিলো। তাই প্রবাসীদের বাদ দিয়ে দেশের অগ্রযাত্রা সম্ভব নয়। পছন্দের সরকার গঠনেও প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা বরাবর সাম্মরকলিপি দেয়া হয় দূতাবাসের মাধ্যমে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি