১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী অালীনগর ইউনিয়ন সমিতি (ইউকের ) সাংগঠনিক সম্পাদক এম এইচ অাহমদ এর মেয়ের ওয়ালিমা অনুষ্ঠানকে অালোক উজ্জ্বল করতে বিশেষ অতিথি হিসাবে সুদূর অামেরিকা থেকে শুভাগমন করেন এম এইচ অাহমদ মিয়ার বড় ভাই অালিনগর ইউনিয়নের ৪ বারের নির্বাচিত জনন্দিত সাবেক চেয়ারম্যান অালহাজ্জ মাওলানা এম এ অাহাদ লন্ডন লুটন হতে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এজিঅাইসিও চেয়ারম্যান এম এ হুসেন , বারমিংহাম থেকে অাজাদ একাডেমী অালীনগর( ইউপি) প্রতিষ্ঠাতা অাজাদ মিয়া তরুণ উদিয়মান রাজনীতিবিদ সমাজ সেবক অাব্বাাস জামান, জায়েদ চৌঃ, মুসা, পাশা,কাসেম, হালিম,গুলজার, লিয়াকত, লতু, বকুল, তেরামিয়া, হান্নান মিয়া, এ অালিম, শাহান মিয়া, সাহাব মিয়া, অাব্বাস, সোয়া মিয়া, ময়না মিয়া, ফইয়াজ মিয়া প্রমূখঃ উল্লেখ্য বিগত ৩ এপ্রিল ২০১৭ রোজ সোমার রাত্রি ৭টার সময় লন্ডন এর Ark Royal event Hall এক অনাড়ম্বর ওয়ালিমা অনুষ্ঠান দোয়া ও নৈশ ভোজ শেষে উপস্থিত সকল অালীনগর বাসীকে নিয়ে অালীনগরের ইতিহাস ঐতিহ্য উপর অালোকপাত অালোচনা মতবিনিময় কুশলী বিনিময় করেন চেয়ারম্যান এম এ অাহাদ।
তিনি বলেন গণি মিয়া ছিলেন পাকিস্তান অামল, পরবর্তী স্বাধীন বাংলাদেশের ৭ বারের জনন্দিত মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনন্দিত প্রবীন এই রাজনীতিবিদ ও নিঃস্বার্থ সমাজসেবক অাজ অামাদের মাঝে নেই। কিন্তু অাছে তাঁর সৃতি তিনি ছিলেন অামার শ্রদ্বাভাজন রাজনৈতিক অভিভাবক।তিনি অালীনগরের মাটি ও মানুষের কল্যাণে, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেগেছেন। রাস্তা, কালবাট, পুল স্হাপন করে তিনি অমর হয়ে অাছেন। তাঁরই হাতে গড়া অাল গণি ফাউন্ডেশন মানবতার সেবায় ও কল্যাণে অসামান্য অবদান রাখছে। অামরা এজিঅাসিও এর সর্বাত্মক সফলতা কামনা করি। এতে সমাজের সকলকে মুক্ত হস্হে দান করতে অাকুল অাবেদন জানাই। অাল্লাহ তিনিকে জান্নত বাসী করুণ। অামিন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D