প্রবাসী রফিক আলীকে বিমানবন্দরে শিল্পী বৃন্দের সংবর্ধনা 

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭

প্রবাসী রফিক আলীকে বিমানবন্দরে শিল্পী বৃন্দের সংবর্ধনা 

আমির হোসেন সাগর::গান ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে খুজে পাওয়া দুষ্কর।তেমনি সঙ্গীত প্রেমী,গান পাগল আমাদের বাংলাদেশের সন্তান রফিক আলী।দীর্ঘ কয়েক যোগ ধরে সৌদি প্রবাসে জীবন কাটছে।প্রবাসে থেকে ও বাংলা গানকে লালন করে যাচ্ছেন রফিক।বিভিন্ন উৎসবে নিজ উদ্যোগে বন্ধু বান্দবদের নিয়ে বিদেশের মাটিতে বড় বড় মঞ্চ করে শিল্পীদের মাধ্যমে বাংলা গান পরিবেশনা করে যাচ্ছেন এই প্রবাসী রফিক আলী।শুধু প্রবাসে নয় পাশাপাশি বিদেশে থেকে দেশেও বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানসহ সঙ্গীত শিল্পীদের সব সময় সহযোগীতা করে যাচ্ছেন বাংলা গান বিশ্বের দরবারে উচু করে রাখতে।তাইতো সেই সঙ্গীত প্রিয় শিল্পী কলা কৌশলীরা গতকাল বিকেলে সঙ্গীত প্রেমী রফিক আলী স্বদেশ আগমন উপলক্ষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে থাকে ফুল দিয়ে সংর্বধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময়  উপস্থিত ছিলেন সিলেটের জনপ্রিয় বাউল শিল্পী বাসী বাদক গীতিকার আবুল কালাম,বাউল উসমানী নগর উপজেলা সংগঠনের সম্নয় কারী,আশেকানে জালালি কাপেলার সাংগঠনিক সম্পাদক এম তছির আলী,জনপ্রিয় শিল্পী রহিমা আক্তার রুহী,ফারজানা,উদাসী পিংকি,সঙ্গীত অনুরাগী জুনাব আলী,সুজন মিয়া,আখলাক আহমদ,দুলাল মিয়া,খলিলুর রহমান,ছালে আহমেদ,সুমন আহমদ,এ পি সি কামাল মোঃ আলী প্রমুখ।
প্রবাসী রফিক আলী দেশে আসা উপলক্ষে আগামী ১৫ জানুয়ারী রফিক আলী ও প্রবাসী বন্ধু এবং দেশের বন্ধুদের উদ্যোগে বিশ্বনাথ এলাকায় শাল মঞ্চ গানের আয়োজন করা হয়েছে।