প্রসঙ্গ কোবিড-১৯ : সিলেটের দিনকালের লাইভে যা বললেন দুই ছাত্রনেতা
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের দিনকালের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন উপজেলার পরিস্থিতি নিয়ে নিয়মিত টকশো আয়োজন করছে সিলেটের প্রথম সান্ধ্যকালীন দৈনিক সিলেটের দিনকাল। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) দুপুরে আয়োজিত ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর উপস্তাপনায় আয়োজিত লাইভ টকশো-তে উপস্থিত হন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ সুলতান পাশা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ হোসাইন আহমদ। তারা লাইভে এসে দুজনেই ফেঞ্চুগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তাদের কর্মসূচী তুলে ধরেন। তার পাশাপাশি হাফিজ হোসাইন আহমদ আগামী শবে-ই বরাত প্রসঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে আহবান জানান- মাজারে মাজারে যেন ভিড় না করা হয় এবং তার পাশাপাশি সরকারের নির্ধারিত আইন অনুযায়ী সামাজিক দূরত্ব যেন বজায় রাখা। তিনি বলেন – পরিস্থিতি যখন আমাদের অনুকূলে নয় তখন আমরা নিজেরাই সচেতন হতে হবে। অন্যদিকে নাহিদ সুলতান পাশা বলেন- সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র নির্দেশনা অনুযায়ী ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মসূচী অব্যাহত রয়েছে। এরই মধ্যে তারা গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছেন এমপি সামাদের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে। পাশাপাশি আরও বলেন- এমপি সামাদ নির্দেশ দিয়েছেন কোন প্রবাসী যদি দেশে এসে খাদ্য সংকটে পড়েন তবে তিনি সেখানে খাদ্য পৌছাবেন। এমনকি এখনও যারা এমপি সামাদের তহবিল থেকে খাদ্য সামগ্রী পাননি তাদেরকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে খোজে বের করে ঘরে ঘরে খাদ্য পৌছানো হবে। এর পাশাপাশি তারা ফেঞ্চুগঞ্জের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইন ও লক ডাউন নিশ্চিত করতে প্রশাসনের প্রশংসা করে বলেন – প্রশাসন কঠোর অবস্থানে থাকায় ফেঞ্চুগঞ্জ এখনো করোনামুক্ত।