সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
খেলাধুলা : মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধী-আসামি ধরাই তাদের নৈমিত্তিক কাজ। অপরাধ নিয়ন্ত্রণ আর অপরাধী ধরার ব্যস্ততায় কেটে যায় তাদের বেশির ভাগ সময়। এর মধ্যেই একটু সময় করে ঢাকা মহানগর পুলিশের মিরপুরের দারুসসালাম ও পল্লবী জোনের পুলিশ সদস্যরা হাতে তুলে নিয়েছিলেন ক্রিকেট ব্যাট আর বল।তারা ব্যাট-বল হাতে কিছু সময়ের জন্য হয়ে গেলেন ক্রিকেটার। ব্যাটিংয়ে চার-ছক্কা আর বোলিংয়ে রানের চাকার লাগামটানা সবই বোঝেন তারা। ব্যস্ততার ফাঁক গলে সবাই জড়ো হলেন খেলার মাঠে। সবাই ভুলে গেলেন কার কী পদবি কিংবা কে ছোট কর্মকর্তা কে বড় কর্মকর্তা। পেশাগত জীবনের পরিচয় ভুলে সবাই ডুবে গেলেন খেলার মাঝে।রাজধানীর বাড্ডার ফর্টিস ক্লাব মাঠে শনিবার রাতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মিরপুর ইয়াং ক্রিকেটার্সকে ৩৭ রানে হারিয়েছে পুলিশের পক্ষ থেকে অংশ নেওয়া টিম পল্লবী।এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে টিম পল্লবী ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। পরে মিরপুর ইয়াং ক্রিকেটার্স ২০ ওভারে ১১৪ রান করতে সক্ষম হয়।টিম পল্লবীর হয়ে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এমএম মঈনুল ইসলাম ৪ বলে শূন্য রান করেন। পল্লবী জোনের সহকারী কমিশনার মো. শাহ কামাল ৪৪ বলে ৫১ রান করেন। পল্লবী থানার পরিদর্শক রকি ২২ বলে করেন ৩৭ রান। টুটুল ৫ বলে কোনো রান করতে পারেননি।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম ২১ বলে ১৯ রান রান করেন। দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান ৭ বলে ৪ রান করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ১০ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ৩২ রান। এছাড়াও ম্যাচটিতে অংশগ্রহণ করেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবু সাঈদ আল মামুন।মিরপুর ইয়াং ক্রিকেটার্স এর বোলার পারভেজ মোল্লা ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। আরিফুর রহমান ২ ওভার বল করে করে ২২ রান দেন। শেখ মোহাম্মদ আলি আড্ডু ২ ওভার করে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। সালাউদ্দিন বাবু ২ ওভার করে ১২ রান দেন। কোনো উইকেট পাননি তিনি। মো. রাজিব আহমেদ ৩ ওভার বল করে ১০ রান দিয়ে দুই উইকেট শিকার করেন।রিপন শিকদার ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোরশেদ খান ২ ওভার বল করে ১৪ রান দিয়ে ১ উইকেট পান।পরে ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে ১১৪ রান করে মিরপুর ইয়াং ক্রিকেটার্স। টিম পল্লবীর বোলার এসআই সজিব খান ৩ ওভার বল করে ৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন।ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান সহকারী পুলিশ কমিশনার মো. শাহ কামাল।টিম পল্লবীর টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন এসআই সজিব খান। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসআই আরিফ হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি