প্রেমিকের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

করেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিকের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত স্কুলছাত্রীর নাম শামিমা আক্তার লিমা (১৪)। সে কোনাবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে এবং স্থানীয় এম এ কদ্দুস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

তার ব্যবহৃত ব্যাগ থেকে বেশ কয়েকটি প্রেমপত্র, একটি ছেলের সঙ্গে তোলা যৌথ ছবি, ওই স্কুলের একটি আইডি কার্ড, ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণের নম্বরপত্র পাওয়া গেছে।

নদী থেকে উদ্ধারকারী মো. শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে একটি মোটরসাইকেলে করে এক যুবকের সঙ্গে লিমা কোনাবাড়ির দিকে থেকে এসে কড্ডা ব্রিজে দাঁড়ায়। এখানে দুজনে কথাবার্তা বলার এক পর্যায়ে দুপুর পৌনে ১২ টার দিকে লিমা স্কুল ব্যাগটি ব্রিজে রেখে তুরাগ নদীতে ঝাঁপ দেয়।

এ সময় ওই যুবক দ্রু মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে লিমাকে উদ্ধার করে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল  কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, লিমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।