প্রেমিকের সঙ্গে বিয়ে না হওয়ায় আত্মহত্যা করলো স্কুলছাত্রী

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

প্রেমিকের সঙ্গে বিয়ে না হওয়ায় আত্মহত্যা করলো স্কুলছাত্রী

হবিগঞ্জের নবীগঞ্জে প্রেমিকের সঙ্গে বিয়ে না হওয়ায় এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার বিকেলে ওই উপজেলার করিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দেবিকা সরকার ওই গ্রামের প্রিয় চাঁন সরকারের মেয়ে।

প্রিয় চাঁন সরকার জানান, দেবিকার সঙ্গে একই গ্রামের সিবাস সরকারের ছেলে সন্তোষ সরকারের প্রেম ছিলো। সম্প্রতি সন্তোষকে বিয়ের কথা বলেন দেবিকা। কিন্তু সন্তোষ রাজি না হয়ে উল্টো দেবিকার বিরুদ্ধে গ্রামে অপপ্রচার শুরু করেন। এতে অপমানিত হয়ে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দেবিকা। ওই সময় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, ওই স্কুলছাত্রী মৃত্যুর সময় একটি চিরকুট লিখেছেন। তাতে তার সঙ্গে সন্তোষ সরকারের প্রেমের কথা লেখা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নবীগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল