১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে খুন করা হয়েছে। যা আমাদের জন্য কোন ভাবে কাম্য নয়। হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাদিনাতুল কুবরা জেরিন হত্যার রহস্য উদঘাটন করতে লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। পরে মৃত দেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
স্কুল ছাত্রী জেরিন সড়ক দূর্ঘটনায় মারা গেছে মনে করে তার লাশ ময়না তদন্ত ছাড়াই পারিবারিক ভাবে দাফন করে তার পরিবার। পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভিন্ন কাহিনী। সড়ক দুর্ঘটনা নয় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে সিএনজি অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানা যায়। হত্যা কান্ডের সাথে সম্পৃক্ত থাকার দ্বায়ে একই গ্রামের দিদার হোসেনের পুত্র জাকির হোসেন (২২) কে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার দ্বায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও দেয় সে।
উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১৮ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে জেরিনের বাড়ির সামনে একটি সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখে ঘাতক জাকির হোসেন। পরে জেরিন বাড়ি থেকে বের হয়ে সিএনজিতে ওঠলে জাকির হোসেন ও তার সহযোগী হৃদয় সিএনজিতে ওঠে। সিএনজিতে ওঠার পর তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় জাকির হোসেন জেরিনকে অপরহরণ করে নিয়ে যেতে চাইলে তাদের মধ্যে ধস্তা-ধস্তি হয়। এক পর্যায়ে জেরিনকে সিএনজি থেকে ফেলে দেয় জাকির ও তার সহযোগিরা।
পরে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মারা যায়। ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে করা হলেও পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সড়ক দুর্ঘটনা নয় এক তরফা প্রেমের বলি হয়েছে জেরিন। সে উপজেলার লোকড়া ইউনিয়নের ধল গ্রামের আব্দুল হাইয়ের কন্যা। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলেই আসল রহস্য বেরিয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D