প্রেসিডেন্টস কাপে পারফরম্যান্স নিয়ে যা বললেন আকবর আলী

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

প্রেসিডেন্টস কাপে পারফরম্যান্স নিয়ে যা বললেন আকবর আলী

স্পোর্টস ডেস্ক

করোনার মধ্যেও দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ এনে দেয়া আকবর আলীর মতো ক্রিকেটারদের পরিচর্যায় কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের পর হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্রিকেটারদের নিয়ে আলাদা ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। যে ক্যাম্পে অংশ নিচ্ছেন আকবর আলীর মতো সম্ভাবনাময়ী ক্রিকেটাররা।

প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে খেলেছেন আকবর আলী। যদিও টুর্নামেন্টে অনুজ্জ্বল ছিলেন তিনি। তবে এ টুর্নামেন্টে সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানালেন আকবর।

শনিবার এইচপি ইউনিটের অনুশীলন ক্যাম্প চলাকালীন প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল আকবর আলীকে।

জবাববে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল; কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় ছিলাম একসঙ্গে, অনেক ইতিবাচক জিনিস আমরা শিখতে পেরেছি। আমি তামিম ভাইয়ের দলে ছিলাম। তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই উনাদের সঙ্গে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে জতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনা দিয়েছে। আমি আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের সে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব।’

বিশ্বকাপ জয়ের বিষয়টি সামনে আনলে আকবর আলী সাংবাদিকদের বলেন, ‘এটি তো ৮-৯ মাস হয়ে গেছে। ওটা যখন মনে হয়, তখন অনেক ভালো লাগে; কিন্তু আমার মনে হয় না যে কেউ এখন এটা নিয়ে চিন্তা করে যে আমরা এটা করেছি। এখন সামনের দিকে তাকাতে হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল